DNA ও RNA এর তুলনা

DNA-ও-RNA-এর-তুলনা

DNA-ও-RNA-এর-তুলনা

১. গঠনঃ

DNA দ্বিসূত্রক, ঘুরানো সিঁড়ির মতো কিন্তু RNA এক সূত্রক, শিকলের মতো।

২. নাইট্রোজেন ঘটিত ক্ষারকঃ

DNA এর নাইট্রোজেন ঘটিত ক্ষারকের পাইরিমিডিনে থাইমিন ও সাইটোসিন বেস থাকে কিন্তু RNA এর পাইরিমিডিনে ইউরাসিল ও সাইটোসিন বেস থাকে।

৩. শর্করঃ

DNA তে শর্করা হিসেবে থাকে ডিঅক্সিরাইবোজ শুগ্যার কিন্তু RNA তে থাকে রাইবোজ শুগ্যার।

৪. প্রকারভেদঃ

DNA অনুর কোন প্রকারভেদ নেই কিন্তু RNA  অনু কাজের ভিত্তিতে পাঁচ প্রকার। যথা- tRNA, mRNA, gRNA, rRNA এবং মাইনর RNA।

৫. সৃষ্টি বা উৎপত্তিঃ

DNA স্বপ্রজননশীল অর্থাৎ অনুলিপনের মাধ্যমে সৃষ্টি হয়। অপরদিকে RNA সৃষ্টি হয় DNA হতে।

৬. কাজঃ

DNA বংশগত চরিত্র বহন করে অর্থৎ DNA বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। অপরদিকে RNA বংশগত চরিত্র বহন করে না তবে প্রোটিন সংশ্লেষ করে।

৭. নিউক্লিয়োটাইডঃ

DNA তে নিউক্লিয়োটাইডের সংখ্যা অনেক বেশি থাকে কিন্তু RNA তে নিউক্লিয়োটাইডের সংখ্যা DNA এর তুলনায় অনেক কম।