DNA এর প্রতিলিপন বা অনুলিপন বা রেপ্লিকেশন

DNA-অনুলিপন

DNA-অনুলিপন

অনুলিপন বা প্রতিলিপনঃ

যে প্রক্রিয়ায় এটি মাতৃ DNA থেকে তার অনুরুপ DNA উৎপন্ন হয় তাকে DNA প্রতিলিপন বা অনুলিপন বা রেপ্লিকেশন বলে। এক কথায় DNA এর সংখ্যা বৃদ্ধির পদ্ধতি হলো DNA প্রতিলিপন। DNA এর অনুলিপন অর্ধ-সংরক্ষনশীল পদ্ধতিতে হয়ে থাকে।

 

অনুলিপন বা প্রতিলিপন পদ্ধতিঃ

DNA ডাবল হেলিক্সের এক বা একাধিক বিন্দুতে প্রতিলিপন শুরু হয়। প্রতিলিপন শুরুর জন্য DNA অনুর এক বা একাধিক স্থান থেকে ক্ষারক জোড় (A=T, G=_C) মুক্ত হয় এবং ডাবল হেলিক্সের পাক খুলতে শুরু হয়। এর ফলে A=T, G=_C নিউক্লিয়োটাইডের মধ্যকার হাইড্রোজেন বন্ধন বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ডাবল হেলিক্স দুটি একক হেলিক্সে পরিনত হয়।

পৃথক হওয়া প্রাতাট হেলিক্স নতুন সম্পুরক হেলিক্স তৈরির ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়।

DNA অনুলিপন

DNA অনুলিপন

ডবল হেলিক্সের নিউক্লিওটাইড জোড় ভেঙ্গে অগ্রসর হওয়ার ফলে সেখানে “Y” আকৃতির একটি রেপ্লিফেকশন  ফর্ক তৈরি হয়।

পৃথক হয়ে যাওয়া ডবল হেলিক্সের দুটি সূত্রের একটি তার প্রতিরুপ সৃষ্টি করে নিরবিচ্ছিন্নভাবে ফর্ক এর দিকে বৃদ্ধি পেতে থাকে। অনুরুপভাবে অপর সূত্রটিও তার প্রতিরুপ সৃষ্টি করে।

এভাবেই পরিপূর্ন ডাবল হেলিক্সিটিই প্রতিলিপিত হয়ে হয়ে দুটি ডাবল হেলিক্সে পরিনত হয় এবং প্রতিলিপন সমাপ্ত হয়। পরবর্তিতে নতুন সৃষ্ট ডাবল হেলিক্স দুটি পুরানো ডাবল হেলিক্স হতে মুক্ত হয়ে স্বতন্ত্র ডাবল হেলিক্স অর্থাৎ DNA তে পরিনত হয়।

প্রতিটি নতুন ডাবল হেলিক্সে একটি সূত্র নতুন ও একটি সূত্র পুরাতন থাকে।



DNA প্রতিলিপনের গুরুত্বঃ

১. কোষ বিভাজন এবং গ্যামেট সৃষ্টির জন্য DNA প্রতিলিপন অত্যাবশ্যক।

২. দেহের বৃদ্ধি ও জনন এবং এর মাধ্যমে বৈশিষ্ট্য পূর্ব পুরুষ থেকে উত্তর পুরুষে স্থানান্তরের জন্য DNA প্রতিলিপন বাধ্যতামূলক।