DNA এর কাজ

DNA-এর-কাজ
১. ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে।
২. বংশগতির আনবিক ভিত্তি হিসেবে কাজ করে।
৩.জীবের সকল বৈশিষ্ট্য ধারন করে এবং নিয়ন্ত্রন করে।
৪. জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত করে।
৫. জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়।
৬.জীবের সকল শারীরতাত্ত্বিক ও জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।
৭. মিউটেশনের মাধ্যমে প্রকরন সৃষ্টি করে এবং তা বিবর্তনে মুখ্য কাঁচামাল হিসেবে কাজ।
৮. DNA এর কাঠামোয় গোলোযোগ সৃষ্টি হলে, তা সে নিজেই সংশোধন করে।
নিউক্লিয়োসাইডঃ
এক অনু নাইট্রোজেন ঘটিত ক্ষারক ও এক অনু পেন্টোজ শুগ্যার যুক্ত হয়ে গঠিত গ্লাইকোসাইড যৌগকে বলা হয় নিউক্লিয়োসাইড।
নিউক্লিয়োটাইডঃ
এক অনু নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এক অনু পেন্টাজ শুগ্যার ও এক অনু ফসফেট যুক্ত হয়ে গঠিত যৌগকে বলা হয় নিউক্লিয়োটাইড।