RNA এর ভৌত ও রাসায়নিক গঠন

RNA এর ভৌত ও রাসায়নিক

RNA এর ভৌত ও রাসায়নিক

সংগাঃ

যে নিউক্লিক এসিডগুলো DNA থেকে উৎপন্ন এবং বিশেষ শর্করা ও ক্ষারক হিসেবে যথাক্রমে রাইবোজ ও ইউরাসিল থাকে তাদেরকে RNA বলে। RNA এর পূর্নরূপ হলো RiboNucleic Acid । প্রোটিন তৈরি RNA এর প্রধান কাজ। কিছু ভাইরাস ছাড়া সকল জীবকোষে RNA থাকে।



RNA এর ভৌত গঠনঃ

RNA একটি পলিনিউক্লিওটাইড জেইন দ্বারা গঠিত হওয়া একটি একক সূত্রক চেইনের মত। তবে এ সূত্রাকার দেহটি মাঝে মাঝে সরল ফাঁস গঠন করে থাকে। এটি স্থানে স্থানে কুন্ডলিত অবস্থায় থাকে। এ কুন্ডলিত স্থানগুলোতে সংশিষ্ট নাইট্রোজেন ক্ষারকগুলোর মাঝে DNA এর মত সোপান বা সিঁড়ি সদৃশ হাইড্রোজেন বন্ধনী সৃষ্টি হতে দেখা যায়। তবে ফাঁসহীন অংশে ক্ষারকগুলো বন্ধনহীন অবস্থায় থাকে।

RNA এর গঠন

RNA এর গঠন

RNA এর রাসায়নিক গঠনঃ

RNA এর রাসায়নিক গঠন উপাদন তিনটি-

১. পেন্টোজ শুগ্যার

২. নাইট্রোজেন ঘটিত ক্ষারক

৩. ফসফোরিক এসিড

১. পেন্টোজ শুগ্যারঃ

পাঁচ কার্বন বিশিষ্ট শুগ্যার বা চিনিকে বলা হয় পেন্টোজ শুগ্যার। RNA তে রাইবোজ শুগ্যার রয়েছে।

 

২. নাইট্রোজেন ঘটিত ক্ষারকঃ

RNA তে চার ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষারক রয়েছে যথা- অ্যাডেনিন (A) , ইউরাসিল (U) , সাইটোসিন (C) , ও গুয়ানিন (G) । অ্যাডেনিন ও গুয়ানিন হলো পিউরিন বেস বা দুই রিং বিশিষ্ট ক্ষারক এবং ইউরাসিল ও সাইটোসিন হলো পাইরিমিডিন বেস বা এক রিং বিশিষ্ট ক্ষারক।

 

৩. ফসফোরিক এসিডঃ

RNA তে তিনটি একযোজী হাইড্রোক্সিল গ্রূপ ও এটি দ্বিযোজী অক্সিজেন পরমানু নিয়ে গঠিত হয়েছে ফসফোরিক এসিড।