কোষ বিভাজন 

যে প্রক্রিয়ায় একটি জীব কোষ বিভাজিত হয় একাধিক কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন ।

 

অপত্য কোষ

 কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষ কে বলা হয় অপত্য কোষ।

 মাতৃকোষ

 নতুন কোষ সৃষ্টি হয় যে কোষের বিভাজনের ফলে তাকে মাতৃকোষ বলে ।

 

কোষ বিভাজনের প্রকারভেদ

কোষ বিভাজন তিন ধরনের।  যথা-

 অ্যামাইটোসিস

 মাইটোসিস

 মিয়োসিস 

অ্যামাইটোসিস

 এককোষী বা অনুন্নত অথবা নিম্নশ্রেণির জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে ।উদাহরণ- ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি।

মাইটোসিস

 বহুকোষী বা উন্নত অথবা উচ্চ শ্রেণীর জীব দেহকোষে এ ধরনের কোষ বিভাজন হয়ে থাকে । উদাহরণ- সকল বহুকোষী উদ্ভিদ ও প্রাণী । আম গাছ, ধান গাছ ,বাঘ, হরিণ ইত্যাদি।

মিয়োসিস

 বহুকোষী বা উন্নত অথবা উচ্চ শ্রেণীর জীবের জনন কোষে ধরনের কোষ বিভাজন হয়ে থাকে। 

উদাহরণ -সকল বহুকোষী উদ্ভিদ ও প্রাণী । আম গাছ, ধান গাছ ,বাঘ, হরিণ ইত্যাদি ।