DNA এর ভৌত গঠন

ডিএনএ-এর-ভৌত-গঠন

ডিএনএ-এর-ভৌত-গঠন

DNA 

যে নিউক্লিক এসিড স্ববিভাজন ক্ষমতাসম্পন্ন, মিউটেশনে সক্ষম, সকল প্রকার জৈবিক কাজের নিয়ন্ত্রক ও বংশগতীয় তথ্যের বহক তাকে DNA বলে। DNA এর পূর্নরূপ হলো Deoxyribonucleic acid । DNA হলো জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। ক্রোমোজোমের মূল রাসায়নিক উপাদান হলো DNA।




DNA এর ভৌত গঠনের ভিডিও

DNA এর ভৈত গঠনঃ

১৯৫৩ সালে DNA অনুর ভৈতগঠন সম্পর্কে ওয়াটসন ও ক্রিক যে ডাবল হেলিক্স মডেল প্রস্তাব করেন সেটিই বর্তমানে সর্বজন গ্রাহ্য। ১৯৬৩ সালে তারা এই মডেলের জন্য নোবেল পুরুস্কার লাভ করেন। নিম্নে এই মডেল অনুযায়ী DNA এর ভৈত গঠন আলোচনা করা হল-

ডিএনএ এর ভৌত গঠন

ডিএনএ এর ভৌত গঠন

১. DNA অনু দ্বিসূত্রক, বিন্যাস প্যাঁচানো সিঁড়ির মত যাকে ডাবল হেলিক্স বলা হয়।

২. সূত্র দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমূখী অর্থৎ একটি সূত্র ৫’-৩’ এবং অপরটি ৩’-৫’ কার্বনমূখী।

৩. সূত্র দুটির দুই পাশ তথা রেলিং তৈরি হয়েছে সুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক বিন্যাস দ্বারা।

৪. সূত্র দুটির মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয়েছে একজোড়া নাইট্রোজেন বেস ক্ষারক দিয়ে।

৫. DNA অনুতে চার ধরনের নাইট্রোজেন ক্ষারক থাকে, যথা-অ্যাডিনিন (A), গুয়ানিন (G), থায়ামিন (T) ও সাইটোসিন (C)।

৬. একটি সূত্রের অ্যাডেনিন অপরসূত্রের থায়ামিনের সাথে হাইড্রোজেন বন্ধনী দ্বারা (অর্থৎ G=T / T=A  ) এবং এটি সূত্র গুয়ানিন অপর সূত্রের সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ধনী (অর্থৎ G_=C/C_=G) দ্বারা যুক্ত থাকে।

৭. DNA অনুর প্রতিটি ঘূর্ননের দৈঘ্য 34A0 (3.4nm) এবং হেলিক্স দুটির ব্যাস  20A0 (2nm)।

৮. হেলিক্সের প্রতিটি ঘূর্ননে একটি গভীর খাঁজ ও একটি অগভীর খাঁজের সৃষ্টি হয়।