ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ

ক্লোরোপ্লাস্টে গঠনঃ

ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ

সবুজ রঙের প্লাস্টিড হিসেবে পরিচিত ক্লোরোপ্লাস্টের প্রাচীর দুই স্তর বিশিষ্ট। এর বাহিরের স্তরকে বহিঃস্তর এবং ভিতরের স্তরকে অন্তঃস্তর বলে। ক্লোরোপ্লাস্টের অন্তঃস্তরের ভিতরে কতগুলো পিপা সদৃশ চাকতির মত অংশ রয়েছে। এদরকে গ্রানাম বলে। চাকতিগুলো একটির উপর একটি সজ্জিত থাকে স্তুপের ন্যায়। একে গ্রানামচক্র বা থাইলাকয়েড বলে। পাশাপাশি দুটি গ্রানাম চক্রের মধ্যকার সংযোগকারী অংশকে গ্রানাম ল্যামেলাম বলে। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরের তরল পানিগ্রাহী অংশকে মাট্রিক্স বা স্ট্রোমা বলে।

প্লাস্টিড / ক্লোরোপ্লাস্টের কাজঃ

১. সালোকসংশ্লেষন প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করা ক্লোরোপ্লাস্টের কাজ।

২. উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য সঞ্চয় করা ।

৩. উদ্ভিদকে বর্নময় এবং আর্কষনীয় করে এর মূল্য বৃদ্ধি করে এবং দৃষ্টি নন্দন করে তোলে।

৪. ফুল, পাতা ও ফলকে রঙিন ও সুন্দর করে কীটপতঙ্গকে আকৃষ্ট করে যেন পরাগায়ন সহজ হয় ও ফল, বীজের বিস্তার হয়।

৫. ফটোফসফোরাইলেশন ও ফটোরেসপিরেশনে সাহায্য করে।