ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ
ক্লোরোপ্লাস্টে গঠনঃ
ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ
সবুজ রঙের প্লাস্টিড হিসেবে পরিচিত ক্লোরোপ্লাস্টের প্রাচীর দুই স্তর বিশিষ্ট। এর বাহিরের স্তরকে বহিঃস্তর এবং ভিতরের স্তরকে অন্তঃস্তর বলে। ক্লোরোপ্লাস্টের অন্তঃস্তরের ভিতরে কতগুলো পিপা সদৃশ চাকতির মত অংশ রয়েছে। এদরকে গ্রানাম বলে। চাকতিগুলো একটির উপর একটি সজ্জিত থাকে স্তুপের ন্যায়। একে গ্রানামচক্র বা থাইলাকয়েড বলে। পাশাপাশি দুটি গ্রানাম চক্রের মধ্যকার সংযোগকারী অংশকে গ্রানাম ল্যামেলাম বলে। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরের তরল পানিগ্রাহী অংশকে মাট্রিক্স বা স্ট্রোমা বলে।
প্লাস্টিড / ক্লোরোপ্লাস্টের কাজঃ
১. সালোকসংশ্লেষন প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করা ক্লোরোপ্লাস্টের কাজ।
২. উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য সঞ্চয় করা ।
৩. উদ্ভিদকে বর্নময় এবং আর্কষনীয় করে এর মূল্য বৃদ্ধি করে এবং দৃষ্টি নন্দন করে তোলে।
৪. ফুল, পাতা ও ফলকে রঙিন ও সুন্দর করে কীটপতঙ্গকে আকৃষ্ট করে যেন পরাগায়ন সহজ হয় ও ফল, বীজের বিস্তার হয়।
৫. ফটোফসফোরাইলেশন ও ফটোরেসপিরেশনে সাহায্য করে।
PS-II বিহীন গ্রানা বলতে কী বোঝানো হয়।
ফটো সিস্টেম-II যে সকল গ্রানাতে সম্পন্ন হয় না তাকে PS-II গ্রানা বলে।
সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স কী?
সাইটোপ্লাজমে বিদ্যমান বংশগতিক বস্তুসমূহকে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বলে। যেমন -DNA, RNA ইত্যাদি।
আরও বিস্তারিত জানার জন্য ভিজিট করুন।
আচ্ছা, প্লাস্টিড এর উপাদান হলো ক্লোরোপ্লাস্ট কিন্তু এখানে তো প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট এর কথা বলা হয়েছে। তাহল কি প্লাস্টিড আর ক্লোরোপ্লাস্ট একি?
ক্লোরোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিডের একটি প্রকার, যেমন- ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। পরীক্ষায় যদি প্লাস্টিড আসে তবে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট সব কয়টির বর্ননা দিতে হবে আর ক্লোরোপ্লাস্ট আসলে শুধু ক্লোরোপ্লাস্ট এর উত্তরই দিবে।
প্লাস্টিদ ও ক্লোরোপ্লাস্ট এর গঠন কি একি হবে?
ক্লোরোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিডের একটি প্রকার, যেমন- ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। পরীক্ষায় যদি প্লাস্টিড আসে তবে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট সব কয়টির বর্ননা দিতে হবে আর ক্লোরোপ্লাস্ট আসলে শুধু ক্লোরোপ্লাস্ট এর উত্তরই দিবে।
স্ট্রোমা এবং গ্রানাম সমৃদ্ধ এবং লিপোপ্রটিন ঝিল্লি দ্বারা আবদ্ধ সাইটোপ্লাজমীয় অঙ্গানুকে প্লাস্টিড বলে। সবুজ বর্ণের প্লাস্টিড কে ক্লোরোফিল বলে, সর্বপ্রথম আবিষ্কৃত প্লাস্টিড হলো ক্লোরোফিল ৷ ক্লোরোফিলের গঠনই প্লাস্টিডের গঠন,
ফুলকে আকষনীয় করে পরাগায়নে সাহায্য করে chromoplast না chloroplast এটা বুঝলাম না, বইয়ে তো সরাসরি chromoplast এর কথা দেওয়া আছে
You are right.
লিগনিন কাকে বলে?
কাষ্ঠল উদ্ভিদের কোষ প্রাচীরের একটি বিশেষ জৈব উপাদান যা পানি শোষনে সহয়তা করে।
গ্রানাম আর গ্রানা কি একই ?
গ্রানাম (granum) হচ্ছে একবচন(Singular) আর Grana হচ্ছে বহুবচন(plural)। অতএব গ্রানা এবং গ্রানাম একই।
সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে ক্লোরোপ্লাস্টের ভূমিকা কী??
গ্রানা ল্যামেলাম আর স্ট্রোমা ল্যামেলাম কাকে বলে? পার্থক্য কি? ল্যামেলাম কি?
গ্রানা ল্যামেলাম আর স্ট্রোমা ল্যামেলাম কাকে বলে?
-গ্রানা ল্যামেলাম আর স্ট্রোমা ল্যামেলাম একই।
দুটি পাশাপাশি গ্রানার কিছুসংখ্যক থাইলাকয়েড সুক্ষ নালিকা দ্বারা সংযুক্ত থাকে এই সংযুক্তকারী নালিকাকে স্ট্রোমা ল্যামেলী বলে। আর উল্লেখিত সূক্ষ নালিকাসমূহই হল ল্যামেলাম।
Cloroplaste,cromoplaste,leucoplaste er utpotti/origin kothi
ক্লোরোপ্লাস্ট এর কাজ আরও বিস্তারিত দিন ।
Please
আশা করি খুব দ্রুতেই পেয়ে যাবে।
উপরোক্ত উত্তর গুলো খুব গুছানো ও উপকারী ছিল।ধন্যবাদ
স্ট্রোমা এবং গ্রানাম সমৃদ্ধ এবং লিপোপ্রটিন ঝিল্লি দ্বারা আবদ্ধ সাইটোপ্লাজমীয় অঙ্গানুকে প্লাস্টিড বলে। সবুজ বর্ণের প্লাস্টিড কে ক্লোরোফিল বলে, সর্বপ্রথম আবিষ্কৃত প্লাস্টিড হলো ক্লোরোফিল ৷ ক্লোরোফিলের গঠনই প্লাস্টিডের গঠন,