সরল টিস্যুর গঠন ও বৈশিষ্ট্য

 

প্যারেনকাইমা বৈশিষ্ট্য ও গঠন

  1.  কোষগুলো  জীবিত ও  সমান  আকারের ।
  2. কোষ প্রাচীর পাতলা, সমান পুরু ও সেলুলোজ দিয়ে তৈরি ।
  3.  কোষগুলো  গোলাকার, ডিম্বাকার ও প্রোটোপ্লাজম যুক্ত।
  4. এই   টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকে।
  5. ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কে ক্লোরেনকাইমা ও বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমা কে অ্যারেনকাইমা বলে।
  6.  দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা ,খাদ্য সঞ্চয় করা ও খাদ্যদ্রব্য পরিবহন করা প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ।

 




কোলেনকাইমা গঠন ও বৈশিষ্ট্য

  1.   কোষগুলো জীবিত ও প্রোটোপ্লাজমপূর্ণ।
  2. কোষ প্রাচীর অসমভাবে পুরু এবং কোনাগুলো অধিক পুরু।
  3.  কোষ প্রাচীরে সেলুলোজ এবং  পেকটিন জমা হয়ে পুরু হয়।
  4.  এই কোষগুলো লম্বাটে ও সজীব।
  5.  এই টিস্যুতে আন্তঃকোষীয় থাকতে পারে।
  6. খাদ্য প্রস্তুত করা ও দেহকে দৃঢ়তা প্রদান করা এর  কাজ।

 স্ক্লেরেনকাইমা গঠন ও বৈশিষ্ট্য

  1. কোষগুলো মৃত ও  প্রোটোপ্লাজম বিহীন।
  2.  কোষ প্রাচীর ও লিগনিন যুক্ত।
  3.  কোষগুলো শক্ত, অনেক লম্বা আকৃতির।
  4. কোষের ক্লোরোপ্লাস্ট ও নিউক্লিয়াস থাকে না এবং কোষপ্রাচীর  কুপযুক্ত।
  5.  এই কোষগুলো ফাইবার ও ক্লোরাইড এই দুই ধরনের।
  6.  উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এবং পানি ও খনিজ লবণ পরিবহন করা এর প্রধান কাজ।