এ পাঠে যা রয়েছে-
DNA এর রাসায়নিক গঠন
DNA এর রাসায়নিক গঠন উপাদান তিনটি। যথা-
১. পেন্টোজ শুগ্যার
২. নাইট্রোজেন ঘটিত ক্ষারক
৩. ফসফোরিক এসিড
১. পেন্টোজ শুগ্যারঃ
পাঁচ কার্বন বিশিষ্ট শুগ্যার বা চিনিকে বলা হয় পেন্টাজ শুগ্যার । DNA তে ডি অক্সিরাইবোজ শুগ্যার রয়েছে।
২. নাইট্রোজেন ঘটিত ক্ষারকঃ
DNA তে চার ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষারক রয়েছে। যথা- অ্যাডিনিন(A) , থায়ামিন(T) , সাইটোসিন(C) ও গুয়ানিন(G)। অ্যাডেনিন ও গুয়ানিন হলো পিউরিন বেস এবং থায়ামিন ও সাইটোসিন হলো পাইরিমিডিন বেস।
৩. ফসফোরিক এসিডঃ
DNA তে তিনটি একযোজী হাইড্রক্সিল গ্রুপ ও একটি দ্বিযোজী অক্সিজেন পরমানু নিয়ে গঠিত হয়েছে ফসফোরিক এসিড।