কোষের প্রাথমিক ধারনা

জীবকোষ/ কোষঃ

বৈষম্য পর্দা দিয়ে আবৃত এক সত্ত্বা যা জীবের ক্রিয়াকলাপের একক ও অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে তাকে কোষ বা জীবকোষ বলা হয়।

এক কথায় “জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলে।

কোষের প্রকারভেদঃ

গঠনগত দিক থেকে বা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার । যথা-

১. আদিকোষ বা প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক কোষ

২. প্রকৃতকোষ বা সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক কোষ

আবার কাজের উপর ভিত্তি করে প্রকৃতকোষ বা সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক কোষ ২ ধরনের-

ক) দেহকোষ

খ) জননকোষ

আবার বিভিন্ন অঙ্গানুর উপর ভিত্তি করে কোষ ২ (দুই) প্রকার-

১. উদ্ভিদকোষ

২. প্রানীকোষ




কোষের প্রাথমিক ধারনা

কোষের প্রাথমিক ধারনা