✍✍ফানজাই রাজ্যের বৈাশষ্ট্য
রাজ্য-৩: ফানজাই
১. এদের অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী।
২. দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত।
৩. এদের নিউক্লিয়াস সুগঠিত।
৪. এদের কোষের প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত।
৫. শোষন পদ্ধতিতে এরা খাদ্য গ্রহন করে।
৬. এদের কোষে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত।
৭. হ্যাপ্লয়েড স্পোর দিয়ে এদের বংশ বৃদ্ধি ঘটে।
উদাহরনঃ
ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম
View Comments (1)
Thank you