মাইটোসিস

যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে ।

সমীকরণিক কোষ বিভাজন

 মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে বলেই মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়।

মাইটোসিস-কোষ-বিভাজন

মাইটোসিস-কোষ-বিভাজন

প্রথম পর্যায়

 নিউক্লিয়াসের বিভাজন -একে বলা হয় ক্যারিওকাইনেসিস ।

দ্বিতীয় পর্যায়

 সাইটোপ্লাজমের বিভাজন- একে বলা হয় সাইটোকাইনেসিস ।

 

মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস এর পাঁচটি ধাপ বা পর্যায় রয়েছে

পর্যায় বা ধাপ- ১ঃ প্রোফেজ

পর্যায় বা ধাপ- ২ঃ প্রো-মেটাফেজ

পর্যায় বা ধাপ- ৩ঃ মেটাফেজ

পর্যায় বা ধাপ- ৪ঃঅ্যানাফেজ

 পর্যায় বা ধাপ- ৫ঃটেলোফেজ 

ইন্টারফেস

 মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস শুরু হবার আগে কোষের নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কাজ থাকে কোষের এই অবস্থাকে ইন্টারফেস বলে।