মস্তিষ্ক এর গঠন ও কাজ

মস্তিষ্ক

 সুষুম্নাকান্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটিকার মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে । মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের পরিচালক । মস্তিষ্ক তিনটি অংশে বিভক্ত যথা –

  • # অগ্রমস্তিষ্ক
  • # মধ্য মস্তিষ্ক        এবং
  •   # পশ্চাৎ মস্তিষ্ক 
মস্তিষ্ক এর গঠন ও কাজ
মস্তিষ্ক এর গঠন ও কাজ

# অগ্রমস্তিষ্ক

মস্তিষ্কের মধ্যে সবচেয়ে বড় অংশকে বলা হয় অগ্রমস্তিষ্ক বা সেরিব্রাম। সেরিব্রাম কে গুরু মস্তিষ্ক বলা হয়। সেরিব্রাম এর ডান ও বাম অংশ দুটি সম্পূর্ণভাবে বিভক্ত কারণ দুটি অংশের মাঝখানে বিভেদক খাঁজ কাজ থাকে ।এই বিভেদ কাজকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয় । সেরিব্রাম এর ডান ও বাম অংশ দুটি একগুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে, একে কর্পাস ক্যালোসাম বলে । বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশ এবং ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার বাম অংশ কে নিয়ন্ত্রণ করে । মস্তিষ্কের এই অংশটি ঢেউ তোলা এবং এই ঢেউ তোলা অংশটি একটি পর্দা দ্বারা আবৃত থাকে। একে মেনিনজেস বলে। সেরিব্রাম এর সবচেয়ে বাইরের স্তরটির নাম কটেক্স। কর্টেক্সে অসংখ্য নিউরনের দেহ কোষ দিয়ে গঠিত এর রং ধূসর তাই কর্টেক্সকে গ্রেম্যাটার বদ্ধস্বর পদার্থ বলে । সেরিব্রাম এর গভীর অংশটি গঠিত হয় করতে থাকা নিউরনের অ্যাক্সন দিয়ে,  সাদা রংয়ের মায়েলিন আবরণে আবৃত। তাই এই অংশকে হোয়াইট ম্যাটার বলে। 

অগ্র মস্তিষ্কের কাজ 

১. সেরিব্রাম হলো প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু তারণা গ্রহণের এবং প্রত্যেক অঙ্গে স্নায়ু তাড়না প্রেরণের উচ্চতর কেন্দ্র ।

২. দেহ সঞ্চালন সহ প্রত্যেক কাজ ও অনুভূতির কেন্দ্র হল সেরিব্রাম।

৩. সেরিব্রাম আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি ও ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।

৪. কোন উদ্দীপকের প্রতি কি ধরনের সাড়া দিবে সে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে সেরিব্রাম।

৫. সকল প্রাণীর মধ্যে মানুষের অগ্র মস্তিষ্কের বিবর্তন সর্বাধিক অগ্রগামী ও বিকশিত তাই এটি সহজে প্রভৃতির নিয়ন্ত্রক ও বাকশক্তি নিয়ন্ত্রণকারী অংশ। 

# মধ্য মস্তিষ্ক 

পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশ হলো মধ্য মস্তিষ্ক, এটি অগ্রমস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক সংযুক্ত করে। 

মধ্য মস্তিষ্কের কাজ

১. বিভিন্ন পেশার কাজের সমন্বয় সাধন ও  ভারসাম্য রক্ষা করে। 

২. দর্শন ও শ্রবণ এর ক্ষেত্রেও রয়েছে মধ্য মস্তিষ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা।

৩.  এটি অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যোগসূত্র রচনা করে।

# পশ্চাৎ মস্তিষ্ক 

মধ্য মস্তিষ্কের পেছনে অবস্থিত এবং   সেরিবেলাম, পনস ও মেডুলা অবলংগাটা নিয়ে গঠিত অংশকে পশ্চাৎ মস্তিষ্ক বলে। 

সেরিবেলাম

পনসের পৃষ্ঠভাগে অবস্থিত পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটিকে সেরিবেলাম বলে । এর বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ ও ভেতরের দিকের শ্বেত পদার্থ থাকে। 

পনস

মধ্য মস্তিষ্কের পেছনে অবস্থিত বল আকৃতির অংশকে পনস  বলে। এটি মেডুলা অবলংগাটা এবং মধ্য মস্তিষ্কের মাঝখানে অবস্থিত। এটি একগুচ্ছ স্নায়ুর সমন্বয়ে তৈরি। 

মেডুলা অবলংগাটা

মস্তিষ্কের সবচেয়ে পেছনের অংশকে মেডুলা অবলংগাটা বলে। এর সামনের দিকে পনস,  পেছনের দিকে সুষুম্নাকান্ডের উপরিভাগের সাথে যুক্ত থাকে। 

পশ্চাৎ মস্তিষ্কের কাজ

১. সেরিবেলাম দেহের পেশী টান নিয়ন্ত্রণ,  চলনে সমন্বয় সাধন, দেহের ভারসাম্য রক্ষা, দৌড়ানো  এবং লাফানোর কাজে জড়িত পেশীগুলির কার্যাবলী নিয়ন্ত্রণ করে। 

২. পনস দেহের দু’পাশের পেশী কর্মকাণ্ড সমন্বয় করে এবং স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে ।

৩. মেডুলা অবলংগাটা থেকে উৎপন্ন আর জোড়া করোটিক স্নায়ু খাদ্য গলাধঃকরণ, হৃদপিণ্ড, ফুসফুস, গলবিল ইত্যাদির কিছু কাজ নিয়ন্ত্রণ করে। তাছাড়া এই স্নায়ুগুলো শ্রবণ ও ভারসাম্যের মতো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। 

এ অধ্যায়ের অন্যান্য পাঠসমূহ-
১. বিভিন্ন ধরনের উদ্ভিদ হরমোন-অক্সিন ও জিবেরেলিন
২. বিভিন্ন ধরনের উদ্ভিদ হরমোন- সাইটোকাইনিন, ইথিলিন
৩. বিভিন্ন ধরনের উদ্ভিদ হরমোন ফটোট্রপিক চলন, ফেরোমেন