প্রোটিস্টা (Protista) রাজ্যের বৈশিষ্ট্য
বৈশিষ্ট্যঃ-
১. এরা এককোষী বা বহুকোষী।
২. এরা একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস।
৩. এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে এবং ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত।
৪. ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে।
৫. এদের কোষে সকল কোষীয় অঙ্গানু বিদ্যমান।
৬. এরা শোষন বা সালোকসংশ্লেষন পদ্ধিতিতে খাদ্যগ্রহন করে।
৭. এদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে।
৮. এরা গঠনগতভাবে একই রকম দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে।
৯. এ রাজ্যের জীবদের কোন ভ্রূন গঠিত হয় না।
View Comments (3)
আধুনিক কৃষিকাজে জীববিদ্যার প্রয়োগ উল্লেখ কর? প্রোটোসেল কি?
মনেরা ও প্রটিস্টার পার্থক্য
very useful