নবম দশম শ্রেনী ।। অধ্যায় ১ ।। মনেরা Monera রাজ্যের বৈশিষ্ট্য

বৈশিষ্ট্যঃ-

১. এরা এককোষী।

নবম দশম শ্রেনী ।। অধ্যায় ১ ।। মনেরা Monera রাজ্যের বৈশিষ্ট্য 13

২. এরা ফিলামেন্টাস (সূতার মত) এবং কলোনিয়াল।

নবম দশম শ্রেনী ।। অধ্যায় ১ ।। মনেরা Monera রাজ্যের বৈশিষ্ট্য 14

৩. এদের কোষে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই কিন্তু ক্রোমাটিন বস্তু থাকে।

নবম দশম শ্রেনী ।। অধ্যায় ১ ।। মনেরা Monera রাজ্যের বৈশিষ্ট্য 15

৪.এদের কোষে রাইবোজোম ছাড়া অন্যান্য কোষীয় অংগানু নেই।

নবম দশম শ্রেনী ।। অধ্যায় ১ ।। মনেরা Monera রাজ্যের বৈশিষ্ট্য 16

৫. দ্বি-বিভাজন প্রক্রিয়ায় এদের কোষ বিভাজিত হয়।

নবম দশম শ্রেনী ।। অধ্যায় ১ ।। মনেরা Monera রাজ্যের বৈশিষ্ট্য 17

৬. এরা শোষন পদ্ধতিতে খাদ্য গ্রহন করে।

৭. এই রাজ্যের কিছু কিছু জীব সালোকসংশ্লেষন পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে।

নবম দশম শ্রেনী ।। অধ্যায় ১ ।। মনেরা Monera রাজ্যের বৈশিষ্ট্য 18