এ পাঠে যা রয়েছে-
নবম দশম জীববিজ্ঞান ।। অধ্যায় ১ ।। প্রোক্যারিওটা ইউক্যারিওটা
জীবজগৎ
সুপার কিংডম-১
প্রোক্যারিওটা
রাজ্য-১ : মনেরা
সুপার কিংডম-২
ইউক্যারিওটা
রাজ্য-২ : প্রোটিস্টা
রাজ্য-৩: ফানজাই
রাজ্য-৪: প্লান্টি
রাজ্য-৫: অ্যানিমেলিয়া
প্রোক্যারিওটাঃ-
যে সকল জীব এককোষী আণুবীক্ষণিক এবং যাদের সুগঠিত নিউক্লিয়াস নেই সে সকল জীবকে প্রক্রিয়াটা বা আদিকোষী জীব বলে । যেমন- ব্যাকটেরিয়া, নীলাভ-সবুজ শৈবাল ইত্যাদি।
ইউক্যারিওটাঃ-
যে সকল জীব এককোষী বা বহুকোষী এককভাবে বা কলোনি আকারে দলবদ্ধভাবে বাস করে এবং যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে সে সকল জীবকে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী জীব বলে । যেমন অ্যামিবা, মাশরুম, আমগাছ, মানুষ ইত্যাদি।