নবম অধ্যায় -দৃঢ়তা প্রদান ও চলন
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন
কঙ্কাল, কঙ্কালতন্ত্র, বহিঃকঙ্কাল, অস্থি, তরুণাস্থি, অন্তঃকঙ্কাল, অস্থিসন্ধি, সাইনোভিয়াল অস্থিসন্ধি, অস্টিওপোরোসিস, গেঁটেবাত, টেনডন, লিগামেন্ট, পেরিকার্ডিয়াম, বাইসেপস পেশি, অস্টিওব্লাস্ট, নিশ্চল অস্থিসন্ধি, কন্ড্রিন, জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতে কি বুঝ ?
অনুধাবনমূলক প্রশ্ন
-
- হাতের কনুই কে কব্জি সন্ধি বলা হয় কেন?
- টেন্ডন লিগামেন্ট থেকে ভিন্ন ব্যাখ্যা কর ।
- তরুণাস্থি কে চকচকে সাদা দেখায় কেন ?
- সন্ধিস্থল থেকে অস্থি বিচ্যুত হয় না কেন ?
- করোটিকাকে নিশ্চল অস্থিসন্ধি বলা হয় কেন ?
- অস্থি ও তরুণাস্থির পার্থক্য কি ?
- অস্থি বৃদ্ধির জন্য ভিটামিন ডি ও ক্যালসিয়াম যুক্ত খাবার দরকার হয় কেন ?
- মানুষের চলনে অস্থি ও পেশীর ভূমিকা কি ?
- স্বাভাবিক চলাফেরায় সাইনোভিয়াল অস্থিসন্ধি কিভাবে কাজ করে?