ট্রান্সলেশন প্রক্রিয়া
ট্রান্সলেশন প্রক্রিয়া
সংজ্ঞাঃ
DNA এর ভাষাকে mRNA এর মাধ্যমে প্রোটিনের ভাষায় অনুবাদ বা রুপান্তর করাকে ট্রান্সলেশন বলে। এক কথায় বলা যায় যে, mRNA থেকে প্রোটিন তৈরির প্রাক্রিয়া হলো ট্রন্সলেশন । ট্রান্সলেশন রাইবোসোমে ঘটে।
ট্রান্সলেশন পুক্রিয়াঃ
# ট্রান্সলেশন প্রক্রিয়ায় mRNA, tRNA, বিভিন্ন প্রকার অ্যামাইনো এসিড, এনজাইম ইত্যাদি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
ট্রান্সলেশন প্রক্রিয়া
# প্রথমে অ্যামিনো এসিড সিন্থেটেজের প্রভাবে সাইটোপ্লাজমে বিদ্যমান ভিন্ন ভিন্ন অ্যামিনো এসিড ATP এর সাথে যুক্ত হয়ে সক্রিয় হয় এবং সংশ্লিষ্ট tRNA এর 3’ প্রান্তের সাথে সংযুক্ত হয়ে যৌগ গঠন করে।
# এরপর রাইবোসোমের সাথে mRNA সংযুক্ত হয়। এ ক্ষেত্রে রাইবোসোমের বড় এককটি এসে যৌগের সাথে যুক্ত হয়। বড় এককে দুটি সাইট থাকে। যথা-A সাইট ও P সাইট। tRNA প্রথমে A সাইট এ যুক্ত হয় এবং পরে A সাইট খালি করে P সাইটে চলে যায়। খালি A সাইটে পুনরায় অপর একটি অ্যামিনো এসিড সহ tRNA যুক্ত হয়।
# একইভাবে tRNA একটি একটি করে অ্যামিনো এসিড অনু রাইবোসোমে অবস্থিত mRNA এর কাছে আনে mRNA এর যুক্ত করে মুক্ত হয়।
# এভাবে mRNA তে অসংখ্য অ্যামিনো এসিড অনু সংযুক্ত হয়ে যখন প্রোটিন অনু তৈরি হয় তখন রাইবোসোমের mRNA থেকে প্রোটিন অনু মুক্ত হয়ে কোষের সাইটোপ্লাজমে মুক্ত হয়।
# পরবর্তীতে রিলিজ ফ্যাক্টর পলিপেপটাইড শৃঙ্খল মুক্ত করে এবং mRNA রাইবোসোম ত্যাগ করে। এভাবে ট্রান্সলেশন প্রক্রিয়া চলতে থাকে।
View Comments (1)
ধন্যবাদ দিয়ে শেষ করার নয়,,আল্লাহ আপনার ভালো করুক