জীবের বৃদ্ধি ও বংশগতি প্রশ্ন ও উত্তর পর্ব ১ এ তোমরা পাবে এ অধ্যায়ের যাবতীয় প্রশ্ন এবং এর উত্তর। প্রশ্নগুলো এখানে সন্নিবেশিত হল, উত্তরের জন্য ভিডিওটি ভালভারে দেখ।

১. মাইটোসিস কি?
২. অ্যামাইটোসিস কি?
৩. মিয়োসিস কি?
৪. সাইটোকাইনেসিস কি?
৫. ক্যারিওকাইনেসিস কি?
৬. ইন্টারফেস কি?
৭. কোষ বিভাজন কাকে বলে?
৮. মাতৃকোষ কি?
৯. অপত্য কোষ কি?
১০. কোষ বিভাজন কত ধরনের?
১১. স্পিন্ডল যন্ত্র কি?
১২. স্পিন্ডল তন্তু কাকে বলে?
১৩. বিষুবীয় অঞ্চল কি?
১৪. কোষ প্লেট কাকে বলে এবং কোথায় দেখা যায়?
১৫. মাইটোসিস কোষ বিভাজন কে কতটি পর্যায়ে ভাগ করা যায়?
১৬. মাইটোসিস ও নিউক্লিয়াসের বিভাজনকে কতটি ধাপে ভাগ করা যায়?
১৭. মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি?
১৮. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়?
১৯. মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে থাকে?