প্রথম  অধ্যায়ঃ জীবন পাঠ-জীবিজ্ঞানের শাখাসমূহ

জীবঃ

যাদের জীবন আছে তারাই হল  জীব। যেমন উদ্ভিদ ও প্রাণী।

 জীববিজ্ঞানঃ

বিজ্ঞানের যে শাখায় জীব ও জীবন সংক্রান্ত গবেষণা করা হয় তাকে জীববিজ্ঞান বলা হয় । জীববিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ বায়োলজি (Biology) । শব্দটি গ্রিক bios (জীবন) এবং logos(বিজ্ঞান) শব্দ-দু’টির সমন্বয়ে গঠিত।  জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান। সভ্যতার আদিকাল হতে জীববিজ্ঞানের চর্চা হয়েছে। 

জীববিজ্ঞানের শাখাঃ

 জীববিজ্ঞানের দুটি শাখায় । যথা-

i) ভৌত বিজ্ঞান 

ii) ফলিত জীববিজ্ঞান

 ভৌত জীববিজ্ঞানঃ

 জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলা হয়।

 ফলিত জীববিজ্ঞানঃ

 জীববিজ্ঞানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ফলিত জীববিজ্ঞান বলে ।

শাখা-১ঃভৌত জীববিজ্ঞান

  •  অঙ্গসংস্থান বা মরফোলজি
  •  শ্রেণিবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি
  •  শারীর বিদ্যা বা ফিজিওলজি
  • হিস্টলজি
  •  ভ্রূণবিদ্যা  বা এমব্রায়োলজি
  •  কোষ বিদ্যা বা সাইটোলজি
  •  বংশগতিবিদ্যা বা জেনেটিক্স
  •  বিবর্তনবিদ্যা বা ইভোল্যুশন
  •  বাস্তুবিদ্যা বা ইকোলজি
  •  এন্ডোক্রাইনোলজি  বা হরমোন বিদ্যা
  •   বায়োজিওগ্রাফি  বা জীবভূগোল

শাখা-২ঃ ফলিত জীববিজ্ঞান

  •  জীবাশ্মবিজ্ঞান
  •  জীবপরিসংখ্যানবিদ্যা
  •  পরজীবী বিদ্যা
  •  মৎস্য বিজ্ঞান,  সামুদ্রিক বিজ্ঞান
  •  কীটতত্ত্ব
  •  অনুজীব বিজ্ঞান
  • কৃষিবিজ্ঞান, বন বিজ্ঞান
  •  চিকিৎসা বিজ্ঞান
  •  জিন প্রযুক্তি
  •  প্রাণরসায়ন
  •  পরিবেশ বিজ্ঞান, বন্য প্রাণিবিদ্যা
  • জীব প্রযুক্তি
  •  ফার্মেসি
  •  বায়োইনফরমেটিক্স