অস্টিওপোরোসিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত

অস্টিওপোরোসিস ও রিউমাটয়েড আথ্রাইটিস

অস্টিওপোরোসিস

অস্টিওপোরোসিস কি?

 অস্টিওপোরোসিস একটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ, অস্থির ঘনত্ব মাপার যন্ত্রের সাহায্যে রোগ নির্ণয় করা যায়।

অস্টিওপোরোসিস কাদের হয় ?

বয়স্ক পুরুষ ও নারীদের সাধারণত এ রোগটি হয়। স্টেরয়েড সেবনকারী পুরুষ ও মেনোপজ হওয়া নারীরা এই রোগে আক্রান্ত হয় বেশি। যারা অলস জীবনযাপন করেন বা কায়িক পরিশ্রম কম করেন অথবা অনেকদিন ধরে আরআইটিসি ভুগছেন তাদের এ রোগ হওয়ার আশঙ্কা অনেক বেশি। 

অস্টিওপোরোসিস কারণ

 দেহের দেহে খনিজ লবণ বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতির কারণে এ রোগ হয়। নারীদের মেনোপজ হওয়ার পর অস্থির ঘনত্বও পুরুত্ব কমতে থাকলে এ রোগ হয়। 

অস্টিওপোরোসিস লক্ষণ

    • অস্থি ভঙ্গুর হয়ে যায়, ঘনত্ব কমে যায়।
    • পেশীর শক্তি কমে যায়।
    • পিঠের নিচের দিকে ব্যথা অনুভব হয় ।
    • অস্থিতে ব্যথা অনুভব হয় ।

অস্টিওপোরোসিস প্রতিকার

    • পঞ্চাশোর্ধ পুরুষ ও নারীদের দৈনিক ১২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা
    • ননী তোলা দুধ ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা।
    • কমলার রস,  সবুজ শাকসবজি, সয়াদ্রব্য  ও ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া।

অস্টিওপোরোসিস প্রতিরোধ

    • যথেষ্ট পরিমাণ সূর্যালোকের সংস্পর্শে আসা ।
    • ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া।
    • চিকিৎসকের পরামর্শ মতে নিয়মিত ব্যায়াম করা।
    • সুষম ও আঁশযুক্ত খাবার গ্রহণ করা।

 

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত কি?

রিউমাটয়েড আর্থ্রাইটিস এক ধরনের বাতরোগ শতাধিক বাতরোগের মধ্যে এটা অন্যতম ।

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত কাদের হয়?

 সাধারণত বয়স্করাই রোগে আক্রান্ত হয় ।

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত এর লক্ষণ

    • অস্থিসন্ধি বা গিটে ব্যথা হয় ।
    • অস্থিসন্ধি গুলো শক্ত হয়ে যায়।
    • অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয় ।
    • গিট ফুলে যায়।

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত এর প্রতিকার

 বয়স্কদের ক্ষেত্রে এ রোগ পুরোপুরি সারানো যায় না,  তবে কিছু ব্যবস্থা গ্রহণ করলে কিছুটা উপশম পাওয়া যায়। চিকিৎসকের পরামর্শ ছাড়া এ রোগের চিকিৎসা করা উচিত নয়। 

    • অত্যাধিক পরিশ্রম আর ভারী কাজ থেকে বিরত থাকা।
    • যন্ত্রণাদায়ক গেটের উপর কুসুম গরম সেঁক নেয়া ।
    • অস্থি সন্ধির নড়াচড়া ঠিক রাখতে হালকা ব্যায়াম করা ।
    • ডাক্তারের পরামর্শমতো ওষুধ সেবন ও সঠিক চিকিৎসা করা ।

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত এর প্রতিরোধ

    • চিকিৎসক নির্দেশিত পদ্ধতিতে নিয়মিত ব্যায়াম করা।
    • সুষম ও আঁশযুক্ত খাবার গ্রহণ করা।
    • চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন না করা ।

 

Rabaya Bashri: Rabaya Bashri is a Lecturer with 14 years of teaching experience in biological science. Just after complete her M.Sc (Botany) she joined teaching profession. Having First Class all through her educational life she never seek for other job. She served most renowned school and colleges in Dhaka and Narayangonj city.