প্রস্বেদনের প্রয়োজনীয়তা / গুরুত্ব / উপকারিতা

 

প্রস্বেদন প্রক্রিয়া উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ , যথা- 

পানি শোষণ

পাতায় প্রস্বেদনের ফলে পানির যে টান পড়ে সেই টান মূলরোম কর্তৃক পানি শোষণে সাহায্য করে। তাই জীবন রক্ষাকারী পানি শোষণে প্রস্বেদনের ভূমিকা আছে।

লবণ পরিশোষণ

প্রস্বেদনের কারণে চারদিক থেকে লবণ উদ্ভিদ এর কাছাকাছি আসে, তাই উদ্ভিদ সহজেই লবণ পরিশোষণ করতে পারে। 

সালোকসংশ্লেষণ

সালোকসংশ্লেষণ এর মাধ্যমে খাদ্য তৈরীর জন্য উদ্ভিদের পানির প্রয়োজন। প্রস্বেদন না হলে এ বিপুল পরিমাণে পানি পাওয়া যেত না ফলে উদ্ভিদের খাদ্য তৈরি বন্ধ হয়ে যেত। 

কোষ বিভাজন

কোষ বিভাজনের জন্য কোষের স্ফিতি অবস্থার প্রয়োজন। প্রস্বেদনে এই স্ফিতি অবস্থা সৃষ্টির মাধ্যমে কোষ বিভাজনের সহায়তা করে ।

খাদ্য পরিবহন 

প্রস্বেদনের  ফলে উদ্ভিদ দেহের  বিভিন্ন অংশে খাদ্য পরিবহন অব্যাহত থাকে ।

বিপাকীয় কার্যক্রম

প্রস্বেদন প্রক্রিয়ার উপর সজীব উদ্ভিদ কোষের বিপাকীয় কার্যক্রম অধিকাংশে নির্ভরশীল।

বৃষ্টিপাত

প্রস্বেদনের ফলে পানি বাষ্পাকারে বের হয়ে গিয়ে আকাশে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। যে এলাকায় গাছপালা বেশি থাকে এলাকায় বৃষ্টিপাত বেশি হয়। 

প্রস্বেদন প্রক্রিয়ার পরীক্ষা 

উপকরণ

টপ সহ একটি সতেজ উদ্ভিদ, একটি কাচের বেলজার বা সেলোফেন ব্যাগ, সুতা বা ক্লিপ এবং পরিমাণমতো কিছু পানি। 

পদ্ধতি

প্রথমেই টপ সহ গাছটিকে টেবিলের ওপর বসিয়ে দিতে হবে এবং টবে পরিমাণমতো পানি ঢেলে দিতে হবে। এবার কিছু পাতাসহ একটি শাখা কে সেলোফেন ব্যাগ দিয়ে মুড়ে সুতা দিয়ে বেঁধে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ভেতরের বাষ্প বের হতে বা বাইরের বাতাস ঢুকতে না পারে। এঅবস্থায় টপটি এক ঘণ্টা রেখে দিতে হবে। 

প্রস্বেদনের-পরীক্ষা

প্রস্বেদনের-পরীক্ষা

পর্যবেক্ষণ

এক ঘন্টা পর দেখা যাবে সেলোফেন ব্যাগের ভেতর এর গায়ে পানির ফোটা জমা আছে এবং পুরো ব্যক্তি অসুস্থ হয়ে উঠেছে। 

সিদ্ধান্ত

যেহেতু সেলোফেন ব্যাগে অন্য কোন পানি ঢোকার সুযোগ ছিল না, তাই পানির কণাগুলো যে পাতা থেকে বেরিয়েছে। এতে প্রমাণিত হয় যে, উদ্ভিদের বায়বীয় অঙ্গ দিয়ে পানি বাষ্পাকারে দেহের বাইরে বের করে দেয়। 

সতর্কতাঃ

১. টবের উদ্ভিদটি অবশ্যই সতেজ হতে হবে।

২. সেলোফেন ব্যাগের মুখ ভালো ভাবে বেঁধে বায়ুরোধী করতে হবে।

 

এ অধ্যায়ের অন্যান্য পাঠসমূহ-

# জীবে পরিবহন- ব্যাপন, অভিস্রবন ও ইমবাইবিশন

উদ্ভিদের মূলের সাহায্যে পানি শোষণ

# প্রস্বেদন ও এর প্রভাবক