প্রোটিস্টা (Protista) রাজ্যের বৈশিষ্ট্য

বৈশিষ্ট্যঃ-

১. এরা এককোষী বা বহুকোষী।

এককোষী ও বহুকোষী প্রোটিস্টা (Protista)

২. এরা একক বা কলোনিয়াল  বা ফিলামেন্টাস।

ফিলামেন্টাস প্রোটিস্টা (Protista)কলোনিয়াল প্রোটিস্টা (Protista)

৩. এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে এবং ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত।

ইউগ্লেনা- প্রোটিস্টা (Protista)

৪. ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে।

৫. এদের কোষে সকল কোষীয় অঙ্গানু বিদ্যমান।

কোষীয় অঙ্গানু প্রোটিস্টা (Protista)

৬. এরা শোষন বা সালোকসংশ্লেষন পদ্ধিতিতে খাদ্যগ্রহন করে।

প্রোটিস্টা (Protista) এর শোষন ও সালোকসংশ্লেষন

৭. এদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে।

প্রোটিস্টা (Protista) রাজ্যের জীবদের প্রজনন

৮. এরা গঠনগতভাবে একই রকম দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে।

৯. এ রাজ্যের জীবদের কোন ভ্রূন গঠিত হয় না।