এইচ. এস. সি জীববিজ্ঞান প্রথম পত্র সাজেশন্স ২০২০ ।। প্রথম অধ্যায়

অনুধাবনমূলক প্রশ্ন 

  • রাইবোজোমকে কোষের প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন?
  •  লাইসোজোম কে কোষের আত্মঘাতী থলিকা বলা হয় কেন?
  •  মাইটোকনড্রিয়া কে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন?
  •  নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন?
  •  প্রোটোপ্লাজম কে কোষের ভৌত ভিত্তি বলা হয় কেন?
  •  প্লাস্টিডকে কোষের খাদ্য তৈরীর কারখানা বলা হয় কেন?
  •  ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন?
  •  মাইক্রোটিউবিউল কে কোষের কঙ্কাল বলা হয় কেন?
  •  নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন? 
  • আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কি?
  • দেহ কোষ ও জনন কোষের পার্থক্য কি?
  • উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য কি? 
  • জেনেটিক কোডের  অধোগামিতা বলতে কী বোঝ?
  • অর্ধ সংরক্ষণশীল অনুলিপন কি?
  • ৭০ S  রাইবোজোম বলতে কী বোঝ?
  •  ডিএনএ কে বংশগতি রাসায়নিক ভিত্তি বলা হয় কেন? 
  • রাইবোজোম কে সার্বজনীন অঙ্গাণু বলা হয় কেন
  •  জেনেটিক কোড কে ট্রিপলেট কোড বলা হয় কেন? 
  • রেপ্লিকেশন বলতে কি বুঝ ?




জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন

  •  সেন্ট্রোস্ফিয়ার, 
  •  নিউক্লিক এসিড,
  •  প্লাজমোডেসমাটা,
  •  একক পর্দা,
  •  জিন,
  •  ট্রিপলেট কোডন থাইলাকয়েড,
  •  নিউক্লিওটাইড,
  •  নিউক্লিওসাইড,
  •  প্লাস্টিড,
  • জিনোম, 
  • অপেরন,
  •  জিনোম সিকোয়েন্সিং ,
  • জেনেটিক কোড,
  •  টনোপ্লাস্ট,
  •  আত্মঘাতী থলি কা,
  •  সাইটোস্কেলিটন,
  •  স্যাটেলাইট,
  •  ট্রানসলেশন,
  •  ট্রানস্ক্রিপশন,
  •  আদি কোষ,
  •  প্রকৃত কোষ,
  •  সাইক্লোসিস,
  •  প্রোটোপ্লাজম,
  • স্ব- গ্রাস, 
  • সাইটোসল,
  •  স্টার্ট  কোডন,
  • রেপ্লিকেশন ফরক,
  •  পিউরিন,
  • সিসট্রন,
  •  টেলোমিয়ার,
  •  সেন্ট্রিওল,
  •  ডি এন এ,
  •  আর এন এ, 
  • SSBP,