এইচ. এস. সি জীববিজ্ঞান প্রথম পত্র সাজেশন্স ২০২০ ।। তৃতীয় অধ্যায়

অনুধাবনমূলক প্রশ্ন

  • সেলুলোজ বলতে কি বুঝ? 
  • সুক্রোজ কে অবিজারক শর্করা বলা হয় কেন?
  • D-গ্লুকোজ ও  L-গ্লুকোজ বলতে কি বুঝ?
  • সেলোবায়োজকে রিডিউসিং সুগার বলা হয় কেন?
  •  লিপিড কি কাজে লাগে?
  •  মহিলাদের হৃদরোগ কম হয় কেন?
  •  তেল ও চর্বির মধ্যকার পার্থক্য কি?
  •  মানুষের করোনারি থ্রম্বোসিস রোগটি কেন হয়?
  •  বাদাম কে সম্পূর্ণ প্রোটিন বলা হয় কেন?
  •  মাংস নরম করতে কাঁচা পেঁপে ব্যবহার করা হয় কেন?
  •  প্রোটিন সংশ্লেষণে নিউক্লিয়াস এর ভূমিকা কি?
  •  অ্যামিনো এসিড জীব দেহে  কি ভূমিকা রাখে?
  •  প্রোটিনকে পলিপেপটাইড যৌগ বলা হয় কেন?
  •  নিউট্রাল লিপিড বলতে কি বুঝ?
  •  এনজাইমের কাজের কৌশলে Induced Fit এর প্রয়োজনীয়তা কি ?




জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন

  • কার্বোহাইড্রেট,
  • প্রোটিন,
  • লিপিড,
  •  এনজাইম,
  •  প্রস্থেটিক  গ্রুপ,
  •  অ্যামিনো এসিড,
  • কো- ফ্যাক্টর,
  •   কো- এনজাইম,
  • পেপটাইড বন্ধনী,
  •  গ্লাইকোসাইডিক বন্ধনী,
  •  ট্রাই গ্লিসারাইড,
  •  এল ডি এল (LDL),
  •  এইচ ডি এল (HDL),
  •  পলিস্যাকারাইড,
  •  সঞ্চিত পলিস্যাকারাইড,
  •   কনজুগেট প্রোটিন,
  •  বিজারক শর্করা,
  •  স্টেরয়েড,
  •  অ্যাপো এনজাইম,
  •  চর্বি,
  •  মম,
  •  তেল,
  •  সাবস্ট্রেট,
  •  রিডিউসিং সুগার,
  •  অক্সিডেশন,
  •  স্টার্চ,