উদ্ভিদ টিস্যুর প্রাথমিক ধারনা ও প্রকারভেদ

টিস্যুঃ

একই ধরনের বিভিন্ন ধরনের একগুচ্ছ কোষ যদি একত্রিত হয়ে একই কাজ করে তখন তাদেরকে টিস্যু বলে ।  অন্তর্গত উৎপত্তি ও একই স্থান হতে হয়।

টিস্যুর প্রকারভেদ

টিস্যুর প্রকারভেদ

 ভাজক টিস্যুঃ

যে টিস্যুর কোষগুলো বিভাজনের সক্ষম তাদেরকে ভাজক টিস্যু বলে।

স্থায়ী টিস্যুঃ

যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম তাদেরকে স্থায়ী টিস্যু বলে।

সরল টিস্যুঃ

যে স্থায়ী টিস্যুর কোষগুলো আকার আকৃতি ও গঠনের দিক থেকে একই রকম বা অভিন্ন তাদেরকে সরল টিস্যু বলে।




জটিল টিস্যুঃ

স্থায়ী টিস্যুর কোষগুলো আকার আকৃতি ও গঠনের দিক থেকে ভিন্ন রকম বা বিভিন্ন ধরনের তাকে জটিল টিস্যু বলে। জাইলেম ও ফ্লোয়েম হলো জটিল টিস্যু।

পরিবহন টিস্যু গুচ্ছ বা ভাস্কুলার বান্ডলঃ

জটিল টিস্যু হিসেবে পরিচিত জাইলেম ও ফ্লোয়েম টিস্যু উদ্ভিদের মাটি হতে মূল দ্বারা পানি ও খনিজ লবণ শোষণ করে পাতা পর্যন্ত পৌঁছায় এবং পাতায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে খাদ্য মূল পর্যন্ত পরিবহন করে তাই জাইলেম ও ফ্লোয়েম কে পরিবহন টিস্যু বলে এবং এদেরকে একত্রে ভাস্কুলার বান্ডল বলা হয়।